শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৪৮
নামাযের অধ্যায়
আসরের সালাত তাড়াতাড়ি আদায় করা হবে, না বিলম্বে ?
১১৪৮। মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী এমন সময় আসরের সালাত আদায় করতেন যে, তখনও সূর্যের আলো আমার কক্ষের মাঝে ছিল এবং তখনও ছায়া হত না।
উত্তরে তাকে বলা হবে: সম্ভবত কখনও এরূপই হত। আবার কখনও তিনি আসরের সালাতকে বিলম্বে আদায় করতেন। কিন্তু তাঁর কক্ষ ছোট হওয়ার কারণে সূর্যের আলো শুধুমাত্র সূর্য অস্তমিত হওয়ার নিকটবর্তী সময় তার (কক্ষ) থেকে বিচ্ছিন্ন হত। সুতরাং এই হাদীসে আসরের সালাত জলদি আদায় করার ব্যাপারে কোনরূপ প্রমাণ নেই। এ বিষয়ে নিম্নোক্ত রিওয়ায়াত উল্লেখ করা হয়:
উত্তরে তাকে বলা হবে: সম্ভবত কখনও এরূপই হত। আবার কখনও তিনি আসরের সালাতকে বিলম্বে আদায় করতেন। কিন্তু তাঁর কক্ষ ছোট হওয়ার কারণে সূর্যের আলো শুধুমাত্র সূর্য অস্তমিত হওয়ার নিকটবর্তী সময় তার (কক্ষ) থেকে বিচ্ছিন্ন হত। সুতরাং এই হাদীসে আসরের সালাত জলদি আদায় করার ব্যাপারে কোনরূপ প্রমাণ নেই। এ বিষয়ে নিম্নোক্ত রিওয়ায়াত উল্লেখ করা হয়:
كتاب الصلاة
1148 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا الْحَجَّاجُ بْنُ الْمِنْهَالِ , قَالَ: ثنا سُفْيَانُ عَنِ الزُّهْرِيِّ سَمِعَ عُرْوَةَ يُحَدِّثَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , كَانَ يُصَلِّي الْعَصْرَ , وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا لَمْ يَفِئِ الْفَيْءُ بَعْدُ» قِيلَ لَهُ قَدْ يَجُوزُ أَنْ يَكُونَ ذَلِكَ كَذَلِكَ , وَقَدْ أَخَّرَ الْعَصْرَ لِقِصَرِ حُجْرَتِهَا , فَلَمْ يَكُنِ الشَّمْسُ تَنْقَطِعُ مِنْهَا إِلَّا بِقُرْبِ غُرُوبِهَا فَلَا دَلَالَةَ فِي هَذَا الْحَدِيثِ عَلَى تَعْجِيلِ الْعَصْرِ. وَذَكَرَ فِي ذَلِكَ