শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৩৮
আসরের সালাত তাড়াতাড়ি আদায় করা হবে, না বিলম্বে ?
১১৩৮। ইবনে আবু দাউদ (রাহঃ)...... আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ্ (ﷺ) এমন সময় আসরের সালাত আদায় করতেন যে, কোন গমনকারী 'আওয়ালী' (মদিনার পার্শ্ববর্তী উঁচু মহল্লা)-তে পৌছাতো, সূর্য তখনও উপরে (উজ্জ্বল) থাকতো। ইমাম যুহরী (রাহঃ) বলেন: 'আওয়ালি' দুই-তিন মাইল দূরে অবস্থিত ছিল। আমার ধারণা তিনি চার মাইলেরও উল্লেখ করেছেন।
1138 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا نُعَيْمٌ، قَالَ: ثنا ابْنُ الْمُبَارَكِ، قَالَ: أنا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الْعَصْرَ , فَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْعَوَالِي , وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ» قَالَ الزُّهْرِيُّ: وَالْعَوَالِي , عَلَى الْمِيلَيْنِ وَالَثَّلَاثَةِ وَأَحْسَبُهُ قَالَ: وَالْأَرْبَعَةِ
