শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১০৮
যুহরের সালাতের মুস্তাহাব ওয়াক্ত
১১০৮। আবু বাকরা (রাহঃ) ও ইবন মারযূক (রাহঃ) .......সাইয়ার ইব্ন সালামা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আবু হুরায়রা (রাযিঃ)-কে বলতে শুনেছি: রাসূলুল্লাহ্ (ﷺ) 'হাজির' (মধ্যাহ্নের) সালাত, যাকে তোমরা যুহরের সালাত বলে থাক, সূর্য ঢলে যাওয়ার পরে আদায় করতেন।
1108 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ وابْنُ مَرْزُوقٍ، قَالَا: ثنا سَعِيدُ بْنُ عَامِرٍ، قَالَ: ثنا عَوْفٌ الْأَعْرَابِيُّ، عَنْ سَيَّارِ بْنِ سَلَامَةَ، قَالَ: سَمِعْتُ أَبَا بَرْزَةَ، يَقُولُ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الْهَجِيرَ الَّذِي تَدْعُونَهُ الظُّهْرَ إِذَا دَحَضَتِ الشَّمْسُ»
