শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৬৭
নামাযের অধ্যায়
ফজরের সালাত কখন আদায় করা (মুস্তাহাব)
১০৬৭। রাওহ ইব্নুল ফারাজ (রাহঃ)..... আসিম ইব্ন উমার ইব্ন কাতাদা (রাহঃ)-এর মাধ্যমে তাঁর আনসার সম্প্রদায়ের কতিপয় সাহাবী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তাঁরা বলেছেন, নবী (ﷺ) বলেছেন, তোমরা ফজরের সালাত খুব ফর্সা করে আদায় কর।যতই তোমরা ভোর ফর্সা হওয়ার পর ফজরের সালাত আদায় করবে ততই তোমাদের অধিক হওয়াব হবে।
كتاب الصلاة
1067 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ قَالَ: ثنا زُهَيْرُ بْنُ عَبَّادٍ قَالَ: ثنا حَفْصُ بْنُ مَيْسَرَةَ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ , عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ , عَنْ رِجَالٍ مِنْ قَوْمِهِ مِنَ الْأَنْصَارِ , مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالُوا: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصْبِحُوا بِصَلَاةِ الصُّبْحِ , فَمَا أَصْبَحْتُمْ بِهَا فَهُوَ أَعْظَمُ لِلْأَجْرِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান