শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৫৬
নামাযের অধ্যায়
ফজরের সালাত কখন আদায় করা (মুস্তাহাব)
১০৫৬। আবু বাকরা (রাহঃ)..... মুহাম্মাদ ইব্ন আমর ইব্ন হাসান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, যখন হাজ্জাজ (ইব্ন ইউসুফ শাসকরূপে) এলেন, তখন তিনি সালাতকে বিলম্ব করে দিলেন।আমরা এ বিষয়ে জাবির ইব্ন আব্দিল্লাহ (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলাম।তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) অথবা বললেন, তাঁরা (সাহাবীগণ) ফজরের সালাত অন্ধকারে আদায় করতেন।
كتاب الصلاة
1056 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنِي سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ عَمْرِو بْنِ حَسَنٍ، قَالَ: لَمَّا قَدِمَ الْحَجَّاجُ جَعَلَ يُؤَخِّرُ الصَّلَاةَ , فَسَأَلْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللهِ عَنْ ذَلِكَ , فَقَالَ: " كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الصُّبْحَ أَوْ قَالَ: كَانُوا يُصَلُّونَ الصُّبْحَ بِغَلَسٍ "
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)