শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৫১
নামাযের অধ্যায়
ফজরের সালাত কখন আদায় করা (মুস্তাহাব)
১০৫১। ইব্ন আবী দাউদ (রাহঃ)..... বাশীর ইব্ন আবী মাসউদ (রাহঃ) তাঁর পিতা (আবু মাসউদ রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) একবার ফজরের সালাত অন্ধকারে আদায় করেন।এরপর আরেকবার তা ফর্সা করে আদায় করেন। তারপর আর তিনি ফর্সা হওয়ার দিকে প্রত্যাবর্তন করেননি। এর পূর্বেই আল্লাহ্ তাআলা তাঁকে উঠিয়ে নিয়ে গেছেন।
كتاب الصلاة
1051 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، قَالَ: أَخْبَرَنِي بَشِيرُ بْنُ أَبِي مَسْعُودٍ، عَنْ أَبِيهِ: «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الْغَدَاةَ فَغَلَسَ بِهَا , ثُمَّ صَلَّاهَا , فَأَسْفَرَ , ثُمَّ لَمْ يَعُدْ إِلَى الْإِسْفَارِ , حَتَّى قَبَضَهُ اللهُ عَزَّ وَجَلَّ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান