শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৪২
আন্তর্জাতিক নং: ৯৪৩
সালাতের ওয়াক্ত
৯৪২-৯৪৩। সুলায়মান ইব্ন শু'আইব (রাহঃ)..... আব্দুল্লাহ ইবন আমর (রাযিঃ) সূত্রে নবী কার থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন: অর্ধ রাত পর্যন্ত ইশার ওয়াক্ত।
ইবন মারয়ূক (রাহঃ)..... আব্দুল্লাহ ইবন আমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, শুবা (রাহঃ) বলেছেন, তিনি আমাকে এই হাদীসটি তিনবার বর্ণনা করেছেন। একবার মারফু হিসাবে, দুবার (মারফু ব্যতীত) অন্যভাবে। তারপর তিনি অনুরূপ রিওয়ায়াত করেছেন। এই সমস্ত হাদীস দ্বারা সাব্যস্ত হল যে, রাতের এক তৃতীয়াংশের পরেও ইশার ওয়াক্ত রয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে এরূপ রিওয়ায়াত বর্ণিত আছে, যা এর সমর্থনে প্রমাণ বহন করেঃ
ইবন মারয়ূক (রাহঃ)..... আব্দুল্লাহ ইবন আমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, শুবা (রাহঃ) বলেছেন, তিনি আমাকে এই হাদীসটি তিনবার বর্ণনা করেছেন। একবার মারফু হিসাবে, দুবার (মারফু ব্যতীত) অন্যভাবে। তারপর তিনি অনুরূপ রিওয়ায়াত করেছেন। এই সমস্ত হাদীস দ্বারা সাব্যস্ত হল যে, রাতের এক তৃতীয়াংশের পরেও ইশার ওয়াক্ত রয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে এরূপ রিওয়ায়াত বর্ণিত আছে, যা এর সমর্থনে প্রমাণ বহন করেঃ
942 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ، قَالَ: ثنا الْخَصِيبُ، قَالَ: ثنا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي أَيُّوبَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَقْتُ الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ»
943 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي أَيُّوبَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، قَالَ شُعْبَةُ: حَدَّثَنِيهِ ثَلَاثَ، مَرَّاتٍ , فَرَفَعَهُ مَرَّةً , وَلَمْ يَرْفَعْهُ مَرَّتَيْنِ , فَذَكَرَ مِثْلَهُ فَثَبَتَ بِهَذِهِ الْآثَارِ أَنَّ مَا بَعْدَ ثُلُثِ اللَّيْلِ أَيْضًا هُوَ وَقْتٌ مِنْ وَقْتِ الْعِشَاءِ الْآخِرَةِ. وَقَدْ رُوِيَ فِي ذَلِكَ أَيْضًا مَا يَدُلُّ عَلَى ذَلِكَ
943 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي أَيُّوبَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، قَالَ شُعْبَةُ: حَدَّثَنِيهِ ثَلَاثَ، مَرَّاتٍ , فَرَفَعَهُ مَرَّةً , وَلَمْ يَرْفَعْهُ مَرَّتَيْنِ , فَذَكَرَ مِثْلَهُ فَثَبَتَ بِهَذِهِ الْآثَارِ أَنَّ مَا بَعْدَ ثُلُثِ اللَّيْلِ أَيْضًا هُوَ وَقْتٌ مِنْ وَقْتِ الْعِشَاءِ الْآخِرَةِ. وَقَدْ رُوِيَ فِي ذَلِكَ أَيْضًا مَا يَدُلُّ عَلَى ذَلِكَ
