শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯১৮
আন্তর্জাতিক নং: ৯১৯
সালাতের ওয়াক্ত
৯১৮-৯১৯। রাওহ ইবনুল ফারাজ (রাহঃ)..... সালিম ইবন আব্দিল্লাহ (রাহঃ) তাঁর পিতা আব্দুল্লাহ (রাযিঃ) সূত্রে নবী থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন: তোমরা সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সালাত আদায়ের ইচ্ছা করবে না। আর যখন সূর্যের উপরিভাগ উদিত হয় তখন পূর্ণ আলোকিত না হওয়া পর্যন্ত সালাত আদায় বিলম্ব কর এবং যখন সূর্যের এক পার্শ্ব অস্তমিত হয় তখন পূর্ণ অস্ত না যাওয়া পর্যন্ত সালাত আদায় করা থেকে বিরত থাকবে।

মুহাম্মাদ ইবন আমর ইবন ইউনুস (রাহঃ)..... ইবন উমার (রাযিঃ) সূত্রে নবী থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
918 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا أَبُو مُصْعَبٍ، قَالَ: ثنا الدَّرَاوَرْدِيُّ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ،عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَحَرَّوْا بِصَلَاتِكُمْ طُلُوعَ الشَّمْسِ وَلَا غُرُوبَهَا , وَإِذَا بَدَأَ حَاجِبُ الشَّمْسِ فَأَخِّرُوا الصَّلَاةَ حَتَّى تَبْرُزَ , وَإِذَا غَابَ حَاجِبُ الشَّمْسِ فَأَخِّرُوا الصَّلَاةَ حَتَّى تَغِيبَ»

919 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ يُونُسَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৯১৮ | মুসলিম বাংলা