আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং: ৪৫২৬
আন্তর্জাতিক নং: ৪৮৮৭
আল্লাহর বাণীঃ ما آتاكم الرسول فخذوه "রাসুল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ কর (এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা হতে বিরত থাক)" (৫৯ঃ ৭)
৪৫২৬। আলী (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, যে নারী কৃত্রিম চুল লাগায়, তার প্রতি রাসূল (ﷺ) লানত করেছেন।
রাবী বলেন, আমি উম্মে ইয়াকুব নামক মহিলার কাছ থেকে হাদীসটি শুনেছি, তিনি আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন, মানসুরের হাদীসের অনুরূপ।
রাবী বলেন, আমি উম্মে ইয়াকুব নামক মহিলার কাছ থেকে হাদীসটি শুনেছি, তিনি আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন, মানসুরের হাদীসের অনুরূপ।
باب وما آتاكم الرسول فخذوه
4887 - حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، قَالَ: ذَكَرْتُ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَابِسٍ، حَدِيثَ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «لَعَنَ اللَّهُ الوَاصِلَةَ» ، فَقَالَ: سَمِعْتُهُ مِنَ امْرَأَةٍ يُقَالُ لَهَا أُمُّ يَعْقُوبَ، عَنْ عَبْدِ اللَّهِ مِثْلَ حَدِيثِ مَنْصُورٍ
