শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৫৫
আন্তর্জাতিক নং: ৮৫৬
ফজরের আযান কখন দেয়া হবে, ফজর উদয়ের পরে না পূর্বে
৮৫৫-৮৫৬। আলী ইব্ন মা’বাদ (রাহঃ)..... উনায়সা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) বলেছেনঃ বিলাল (রাযিঃ) অথবা, বলেছেন ইব্ন উম্মু মাকতূম (রাযিঃ) রাতে আযান দেয়। সুতরাং তোমরা পানাহার কর যতহ্মণ না বিলাল (রাযিঃ) অথবা বলেছেন ইব্ন উম্মু মাকতূম (রাযিঃ) আযান দেয়। যখন ইনি অবতরণ করতেন অথবা বলেছেন, তিনি (দ্বিতীয় মু’আযযিন) উপরে আরোহণ করতে ইচ্ছা করতেন তখন সাহাবীগণ তাঁকে ধরে ফেলতেন এবং বলতেন, থাম; সাহরী হতে দাও।
ইব্ন মারযূক (রাহঃ)..... শু’বা (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন এবং তিনি একথাটি বৃদ্ধি করেছেনঃ উনায়সা (রাযিঃ) নবী (ﷺ)-এর সঙ্গে করেছিলেন। ওই দুইজনের (আযানের) মাঝখানে শুধু এতটুকু বিরতি থাকত যে, ইনি আরোহণ করতেন এবং উনি অবতরণ করতেন।
ইব্ন মারযূক (রাহঃ)..... শু’বা (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন এবং তিনি একথাটি বৃদ্ধি করেছেনঃ উনায়সা (রাযিঃ) নবী (ﷺ)-এর সঙ্গে করেছিলেন। ওই দুইজনের (আযানের) মাঝখানে শুধু এতটুকু বিরতি থাকত যে, ইনি আরোহণ করতেন এবং উনি অবতরণ করতেন।
855 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا رَوْحٌ، قَالَ: ثنا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ خُبَيْبَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، يُحَدِّثُ عَنْ عَمَّتِهِ أُنَيْسَةَ أَنَّ نَبِيَّ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ بِلَالًا أَوِ ابْنَ أُمِّ مَكْتُومٍ يُنَادِي بِلَيْلٍ , فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُنَادِيَ بِلَالٌ أَوِ ابْنُ أُمِّ مَكْتُومٍ» . فَكَانَ إِذَا نَزَلَ هَذَا , وَأَرَادَ هَذَا أَنْ يَصْعَدَ , تَعَلَّقُوا بِهِ وَقَالُوا: كَمَا أَنْتَ حَتَّى نَتَسَحَّرَ
856 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ، قَالَ: ثنا شُعْبَةُ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ وَزَادُوا «كَانَتْ قَدْ حَجَّتْ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَكُنْ بَيْنَهُمَا إِلَّا مِقْدَارُ مَا يَصْعَدُ هَذَا وَيَنْزِلُ هَذَا»
856 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ، قَالَ: ثنا شُعْبَةُ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ وَزَادُوا «كَانَتْ قَدْ حَجَّتْ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَكُنْ بَيْنَهُمَا إِلَّا مِقْدَارُ مَا يَصْعَدُ هَذَا وَيَنْزِلُ هَذَا»
