শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৪৩
আন্তর্জাতিক নং: ৮৪৪
মুয়াযযিন কর্তৃক ফজরের আযানে الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ (ঘুমের চাইতে সালাত উত্তম) বলা
৮৪৩-৮৪৪। আলী ইব্ন শায়বা (রাহঃ) ও ইব্ন আবী দাউদ (রাহঃ)..... আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, ফজরের সালাতের ‘তাছবীব’ (আযানের পর পুনরাহবান) হল যে, মুয়াযযিন حي على الفلاح -এর পরে الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ দুইবার বলবে।
বস্তুত এই ইব্ন উমার (রাযিঃ) ও আনাস (রাযিঃ) উভয়েই ওই বাক্য সম্পর্কে খবর দিচ্ছেন যে, মুয়াযযিন ফজরের আযানে ওই বাক্যসহ আযান দিতেন। এতে আমরা যা উল্লেখ করেছি তা সাব্যস্ত হল। আর ইমাম আবু হানীফা (রাহঃ), ইমাম আবু ইউসুফ (রাহঃ) ও ইমাম মুহাম্মাদ (রাহঃ)-এর এটাই অভিমত।
843 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ: أنا هُشَيْمٌ، ح.

844 - وَحَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَمْرُو بْنُ عَوْنٍ، قَالَ: أنا هُشَيْمٌ، عَنْ أَبِي عَوْنٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَنَسٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: " كَانَ التَّثْوِيبُ فِي صَلَاةِ الْغَدَاةِ إِذَا قَالَ: الْمُؤَذِّنُ حَيَّ عَلَى الْفَلَاحِ قَالَ: الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ مَرَّتَيْنِ " فَهَذَا ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا وَأَنَسٌ رَضِيَ اللهُ عَنْهُ يُخْبِرُ أَنَّ ذَلِكَ مِمَّا كَانَ الْمُؤَذِّنُ يُؤَذِّنُ بِهِ فِي أَذَانِ الصُّبْحِ. فَثَبَتَ بِذَلِكَ مَا ذَكَرْنَا , وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدٍ رَحِمَهُمُ اللهُ تَعَالَى

হাদীসের ব্যাখ্যা:

হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, ফজরের আযানে حَيَّ عَلَى الْفَلَاحِ বলার পর দু’বার الصلاة خير من النوم বলা সুন্নাত। আর এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৩৮৮)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৮৪৩ | মুসলিম বাংলা