শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৭৬৫
পবিত্রতা অর্জনের অধ্যায়
জানাবাতগ্রস্ত ব্যক্তির জন্য ঘুম, পানাহার বা স্ত্রী মিলনের বিধান প্রসঙ্গে
৭৬৫। রাওহ ইব্নুল ফারাজ (রাহঃ)..... ইবরাহীম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আসওয়াদ (রাহঃ) বলেছেন, কোন ব্যক্তি জানাবাতগ্রস্ত অবস্থায় ঘুমাতে চাইলে সে যেন উযূ করে।
ইমাম তাহাবী (রাহঃ)-এর অভিমত
আমাদের মতে এটা অসম্ভব ব্যাপার যে, আয়িশা (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) এর বিষয়ে তাঁর নিকট (আওয়াদের) বর্ণনা করেছেন যে, তিনি ঘুমাতেন এবং পানি স্পর্শ করতেন না।তারপর তিনি (আয়িশা রা) নিজে লোকদেরকে পরবর্তীতে উযূর নির্দেশ দিতেন।কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে হাদীস সেটি-ই, যা ইবরাহীম (রাহঃ) রিওয়ায়াত করেছেন। আসওয়াদ (রাহঃ) ব্যতীত রাবীগণও আয়িশা (রাযিঃ) থেকে এর অনুকূলে রিওয়ায়াত করেছেন, নিম্নরূপঃ
ইমাম তাহাবী (রাহঃ)-এর অভিমত
আমাদের মতে এটা অসম্ভব ব্যাপার যে, আয়িশা (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) এর বিষয়ে তাঁর নিকট (আওয়াদের) বর্ণনা করেছেন যে, তিনি ঘুমাতেন এবং পানি স্পর্শ করতেন না।তারপর তিনি (আয়িশা রা) নিজে লোকদেরকে পরবর্তীতে উযূর নির্দেশ দিতেন।কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে হাদীস সেটি-ই, যা ইবরাহীম (রাহঃ) রিওয়ায়াত করেছেন। আসওয়াদ (রাহঃ) ব্যতীত রাবীগণও আয়িশা (রাযিঃ) থেকে এর অনুকূলে রিওয়ায়াত করেছেন, নিম্নরূপঃ
كتاب الطهارة
765 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ , قَالَ: ثنا يُوسُفُ بْنُ عَدِيٍّ , قَالَ: ثنا أَبُو الْأَحْوَصِ , عَنْ مُغِيرَةَ , عَنْ إِبْرَاهِيمَ قَالَ قَالَ الْأَسْوَدُ: «إِذَا أَجْنَبَ الرَّجُلُ فَأَرَادَ أَنْ يَنَامَ , فَلْيَتَوَضَّأْ» فَاسْتَحَالَ عِنْدَنَا أَنْ تَكُونَ عَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهَا قَدْ حَدَّثَتْهُ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , بِأَنَّهُ كَانَ يَنَامُ وَلَا يَمَسُّ مَاءً ثُمَّ تَأْمُرُهُمْ بَعْدَ ذَلِكَ بِالْوُضُوءِ , وَلَكِنَّ الْحَدِيثَ فِي ذَلِكَ مَا رَوَاهُ إِبْرَاهِيمُ. وَقَدْ رَوَى غَيْرُ الْأَسْوَدِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , عَنْهَا مَا يُوَافِقُ ذَلِكَ أَيْضًا