শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৬২০
মুস্তাহাযা মহিলা কিভাবে সালাতের জন্য তাহারাত অর্জন করবে।
৬২০। ইবন আবী দাউদ (রাহঃ).... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, উম্মু হাবীবা বিনত জাহশ (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) -এর যুগে ইস্তিহাযায় আক্রান্ত হতেন। রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁকে প্রত্যেক সালাতের জন্য গোসল করার নির্দেশ দিয়েছেন। তিনি পানি ভর্তি বড় গামলায় ডুব দিতেন তারপর তা থেকে বের হতেন এবং রক্ত সেই পানির উপর প্রবল হত। এরপর সালাত আদায় করতেন।
প্রথম অভিমতঃ ইমাম আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেনঃ একদল আলিম এ মত গ্রহণ করেছেন যে, ইস্তিহাযা আক্রান্ত মহিলা হায়যের নির্ধারিত দিনগুলোর সালাত ছেড়ে দিবে। তারপর প্রত্যেক সালাতের সময় গোসল করবে। তারা এ বিষয়ে এই সমস্ত হাদীসে বর্ণিত রাসূলুল্লাহ্ (ﷺ) -এর উক্তি এবং উম্মু হাবীবা বিনত জাহশ (রাযিঃ)-এর আমল দ্বারা প্রমাণ পেশ করেছেন। যা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর যুগে ঘটেছে।
প্রথম অভিমতঃ ইমাম আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেনঃ একদল আলিম এ মত গ্রহণ করেছেন যে, ইস্তিহাযা আক্রান্ত মহিলা হায়যের নির্ধারিত দিনগুলোর সালাত ছেড়ে দিবে। তারপর প্রত্যেক সালাতের সময় গোসল করবে। তারা এ বিষয়ে এই সমস্ত হাদীসে বর্ণিত রাসূলুল্লাহ্ (ﷺ) -এর উক্তি এবং উম্মু হাবীবা বিনত জাহশ (রাযিঃ)-এর আমল দ্বারা প্রমাণ পেশ করেছেন। যা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর যুগে ঘটেছে।
620 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا الْوَهْبِيُّ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا , عَنْ أُمِّ حَبِيبَةَ رَضِيَ اللهُ عَنْهَا بِنْتِ جَحْشٍ كَانَتِ اسْتُحِيضَتْ فِي عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَهَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْغُسْلِ لِكُلِّ صَلَاةٍ. فَإِنْ كَانَتْ لَتَغْتَمِسُ فِي الْمِرْكَنِ , وَهُوَ مَمْلُوءٌ مَاءً , ثُمَّ تَخْرُجُ مِنْهُ , وَإِنَّ الدَّمَ لِغَالِبِهِ , ثُمَّ تُصَلِّي " قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّ الْمُسْتَحَاضَةَ تَدَعُ الصَّلَاةَ أَيَّامَ أَقْرَائِهَا , ثُمَّ تَغْتَسِلُ لِكُلِّ صَلَاةٍ. وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِقَوْلِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَرْوِيِّ فِي هَذِهِ الْآثَارِ , وَبِفِعْلِ أُمِّ حَبِيبَةَ رَضِيَ اللهُ عَنْهَا بِنْتِ جَحْشٍ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
