শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৫৩৮
অনুচ্ছেদঃ চামড়ার মোজায় মাসেহ করার মেয়াদ মুকীম এবং মুসাফিরের ক্ষেত্রে
৫৩৮. সালিহ (রাহঃ)....গায়লান ইবন আব্দিল্লাহ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে,তিনি বলেছেনঃ আমি ইবন উমার (রাযিঃ) কে এ বিষয়টি বলতে শুনেছি।
538 - حَدَّثَنَا صَالِحٌ، قَالَ: ثنا سَعِيدٌ، قَالَ: ثنا هُشَيْمٌ، قَالَ: أَخْبَرَنِي غَيْلَانُ بْنُ عَبْدِ اللهِ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ ذَلِكَ.
