শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৫২৫
অনুচ্ছেদঃ চামড়ার মোজায় মাসেহ করার মেয়াদ মুকীম এবং মুসাফিরের ক্ষেত্রে
৫২৫. আবু বাকরা (র.) .... সুওয়াইদ ইবনে গাফালা (র.) থেকে বর্ণনা করেন যে, বুনানা (র.) উমার (রা.) কে মোজার উপর মাসেহ সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি বলেছেন তাতে এক দিন একরাত মাসেহ্ কর।
باب المسح على الخفين كم وقته للمقيم والمسافر
525 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا مُؤَمَّلٌ، قَالَ: ثنا سُفْيَانُ الثَّوْرِيُّ، قَالَ: ثنا عِمْرَانُ بْنُ مُسْلِمٍ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ، أَنَّ بَنَانَةَ، سَأَلَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ ذَلِكَ، فَقَالَ: «امْسَحْ عَلَيْهِمَا يَوْمًا وَلَيْلَةً»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৫২৫ | মুসলিম বাংলা