শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৫২০
আন্তর্জাতিক নং: ৫২১
অনুচ্ছেদঃ চামড়ার মোজায় মাসেহ করার মেয়াদ মুকীম এবং মুসাফিরের ক্ষেত্রে
৫২০. সালিহ ইব্‌ন আব্দির রহমান (র.) .... আউফ ইব্‌ন মালিক আশ্যাঈ (রা.) বিশেষ করে মাসেহের মেয়াদ নির্ধারণ প্রসঙ্গে নবী (ﷺ) যা থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি এতে এটা অতিরিক্ত বলেছেনঃ “তিনি তাবুক যুদ্ধে এ সময় নির্ধারণ করেছেন।
৫২১. রবীউল মুয়াযযিন (র.) .... দাউদ (র.) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
باب المسح على الخفين كم وقته للمقيم والمسافر
520 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: أنا هُشَيْمٌ، قَالَ: أنا دَاوُدُ بْنُ عَمْرٍو الْحَضْرَمِيُّ، عَنْ بِشْرِ بْنِ عُبَيْدِ اللهِ الْحَضْرَمِيِّ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ، قَالَ: ثنا عَوْفُ بْنُ مَالِكٍ الْأَشْجَعِيُّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ فِي التَّوْقِيتِ خَاصَّةً وَزَادَ «أَنَّهُ جَعَلَ ذَلِكَ فِي غَزْوَةِ تَبُوكَ»

521 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ قَالَ: ثنا يَحْيَى بْنُ حَسَّانَ , قَالَ: ثنا هُشَيْمٌ عَنْ دَاوُدَ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৫২০ | মুসলিম বাংলা