শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৪৮০
আন্তর্জাতিক নং: ৪৮১
অনুচ্ছেদঃ লজ্জাস্থান স্পর্শের কারণে উযূ ওয়াজিব হয় কি না?
৪৮০-৪৮১. আবু বাকরা (র.) ও ফাহাদ (র.) উমাইর ইব্‌ন সাঈদ (র.) থেকে বর্ণিত যে, তিনি বলেছেনঃ আমি এক মজলিসে ছিলাম, যাতে আম্মার ইব্‌ন ইয়াসির (রা.) উপস্থিত ছিলেন। তাতে লজ্জাস্থান স্পর্শ করার বিষয় আলোচিত হয়। তারপর তিনি বললেন তাতো লজ্জাস্থান) তোমাদের শরীরের একটি অংশ বৈ নয়, যেমন আমার নাক অথবা বলেছেন তোমার নাক। তোমাদের হাতের তালুর জন্য কি অন্য কোন স্থান রয়েছে?
باب مس الفرج هل يجب فيه الوضوء أم لا؟
480 - أَخْبَرَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، قَالَ: ثنا مِسْعَرٌ، عَنْ عُمَيْرِ بْنِ سَعِيدٍ، ح.

481 - وَحَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ، قَالَ: ثنا مِسْعَرٌ، عَنْ عُمَيْرِ بْنِ سَعِيدٍ، قَالَ: كُنْتُ فِي مَجْلِسٍ فِيهِ عَمَّارُ بْنُ يَاسِرٍ فَذُكِرَ مَسُّ الذَّكَرِ فَقَالَ: «إِنَّمَا هُوَ بِضْعَةٌ مِنْكَ , مِثْلُ أَنْفِي أَوْ أَنْفِكَ. وَإِنَّ لِكَفِّكَ مَوْضِعًا غَيْرَهُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৪৮০ | মুসলিম বাংলা