আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৮৬৪
সূরা কামার মুজাহিদ (রাহঃ) বলেন, مُسْتَمِرٌّ বিলুপ্ত। مُزْدَجَرٌ বাধা দানকারী। وَازْدُجِرَ তাকে পাগল করে দেয়ার ব্যাপারে ভীতি প্রদর্শন করা হয়েছে। دُسُرٍ নৌকার কীলক। لِمَنْ كَانَ كُفِرَ এর কারণে যে নূহ্ (আলাইহিস সালাম) কে প্রত্যাখ্যান করা হয়েছিল।جَزَآءً প্রতিদান আল্লাহর তরফ থেকে। مُحْتَضَرٌ তারা পানির জন্য উপস্থিত হবে। ইবনে জুবাইর (রাহঃ) বলেন, مُهْطِعِيْنَ তারা দ্রুত চলবে।
ইবনে জুবাইর (রাহঃ) ব্যতীত অন্যরা বলেছেন, فَتَعَاطٰى তারপর সে উটটিকে ধরল এবং তাকে হত্যা করল। الْمُحْتَظِرِ শুষ্ক গাছের বেড়া যা জ্বলে গেছে। ازْدُجِرَ শব্দটি زَجَرْتُ ধাতু হতে باب افتعال এর صيغة। كُفِرَ আমি নূহ্ এবং তাঁর কওমের সঙ্গে যা করেছি তা প্রতিদান ছিল ঐ আমলের, যা তাঁর কওমের লোকেরা তাঁর ও তাঁর সাথীদের সঙ্গে করেছিল। مُسْتَقِرٌّ আল্লাহর তরফ থেকে শাস্তি। الْأَشَرُ দাম্ভিকতা ও অহংকার।
৪৫০৪। মুসাদ্দাদ (রাহঃ) ......... ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) এর সময় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। এর এক খণ্ড পাহাড়ের উপর এবং অপর খণ্ড পাহাড়ের নীচে পড়েছিল। তখন রাসূল (ﷺ) বলেছেন, তোমরা সাক্ষী থাক।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন