শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৪৬৩
অনুচ্ছেদঃ লজ্জাস্থান স্পর্শের কারণে উযূ ওয়াজিব হয় কি না?
৪৬৩. আবু বাকরা (র.) ..... মুস'আব ইব্ন সা'দ ইব্ন আবী ওয়াক্কাস (র.) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি আমার পিতার জন্য কুরআন শরীফ ধারণ করছিলাম। এরই মধ্যে আমি আমার লজ্জাস্থানকে স্পর্শ করেছি, এতে তিনি আমাকে উযু করার নির্দেশ দিয়েছেন।
باب مس الفرج هل يجب فيه الوضوء أم لا؟
463 - مَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا أَبُو دَاوُدَ , قَالَ: ثنا شُعْبَةُ قَالَ: أَنْبَأَنِي الْحَكَمُ , قَالَ: سَمِعْتُ مُصْعَبَ بْنَ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ يَقُولُ: «كُنْتُ أُمْسِكُ الْمُصْحَفَ عَلَى أَبِي فَمَسَسْتُ فَرْجِي , فَأَمَرَنِي أَنْ أَتَوَضَّأَ»


বর্ণনাকারী: