শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৪৫৪
অনুচ্ছেদঃ লজ্জাস্থান স্পর্শের কারণে উযূ ওয়াজিব হয় কি না?
৪৫৪. ইবন আবী দাউদ (রাযিঃ) ..... আমর ইব্‌ন শু'আইব তার পিতা - পিতামহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কোন পুরুষ নিজ লজ্জা স্থান স্পর্শ করলে সে উযূ করবে এবং কোন নারী নিজ লজ্জাস্থান স্পর্শ করলে সেও উযূ করবে।
তাদেরকে বলা হবেঃ
তোমাদের ধারণা অনুযায়ী, আমর ইব্‌ন শু'আইব (র.) তাঁর পিতা থেকে কিছু শুনেননি। তিনি তাঁর সহীফা থেকে রিওয়ায়াত করেছেন। তোমাদের উক্তি মতে এটা 'মুনকাতি'। আর তোমাদের নিকট মুনকাতি প্রামাণ্য নয়। সুতরাং এই সমস্ত রিওয়ায়াত অগ্রহণযোগ্য বলে প্রমাণিত হল, যা দিয়ে সে সমস্ত আলিমগণ প্রমাণ পেশ করেন, যারা লজ্জাস্থান স্পর্শ করার কারণে উযূ করাকে ওয়াজিব সাব্যস্ত করেন। বস্তুত রাসূলুল্লাহ্ থেকে এর পরিপন্থীও বর্ণিত আছে তা থেকে কিছু হাদীস নিম্নরূপঃ
باب مس الفرج هل يجب فيه الوضوء أم لا؟
454 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا الْخَطَّابُ بْنُ عُثْمَانَ الْفَوْزِيُّ , قَالَ: ثنا بَقِيَّةُ عَنِ الزُّبَيْدِيِّ , عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ , عَنْ أَبِيهِ , عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّمَا رَجُلٍ مَسَّ فَرْجَهُ فَلْيَتَوَضَّأْ , وَأَيُّمَا امْرَأَةٍ مَسَّتْ فَرْجَهَا فَلْتَتَوَضَّأْ» قِيلَ لَهُمْ: أَنْتُمْ تَزْعُمُونَ أَنَّ عَمْرَو بْنَ شُعَيْبٍ , لَمْ يَسْمَعْ مِنْ أَبِيهِ شَيْئًا , وَإِنَّمَا حَدِيثُهُ عَنْهُ , عَنْ صَحِيفَةٍ , فَهَذَا، عَلَى قَوْلِكُمْ، مُنْقَطِعٌ , وَالْمُنْقَطِعُ فَلَا يَجِبُ بِهِ عِنْدَكُمْ حُجَّةٌ. فَقَدْ ثَبَتَ فَسَادُ هَذِهِ الْآثَارِ كُلِّهَا , الَّتِي يَحْتَجُّ بِهَا مَنْ يَذْهَبُ إِلَى إِيجَابِ الْوُضُوءِ مِنْ مَسِّ الْفَرْجِ. وَقَدْ رُوِيَتْ آثَارٌ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُخَالِفُ ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৪৫৪ | মুসলিম বাংলা