শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৪৪৩
আন্তর্জাতিক নং: ৪৪৪
অনুচ্ছেদঃ লজ্জাস্থান স্পর্শের কারণে উযূ ওয়াজিব হয় কি না?
৪৪৩. রবীউল জীযী (র.) ...... আয়েশা (রা.)-এর বরাতে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন ।
যদি এ বিষয়ে তারা নিম্নোক্ত হাদীস দ্বারা প্রমাণ পেশ করেঃ
৪৪৪. ইব্‌ন আবী দাউদ (র.) ..... ইবরাহীম (র.) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
উত্তরে তাদেরকে বলা হবে:
তোমরা নিজেদের প্রতিপক্ষকে তোমাদের বিরুদ্ধে ইব্‌ন শুরাইহ্ এর মত রাবীদের দ্বারা প্রমাণ পেশ করার অনুমতি দাও না, তাহলে তোমরা স্বয়ং কেন তার দ্বারা প্রতিপক্ষের বিরুদ্ধে প্রমাণ পেশ কর? উপরন্তু এই হাদীসটিও 'মুনকার'। যেহেতু যখন মারওয়ান উরওয়া (র.)-কে এ বিষয়ে বুসরা'র রিওয়ায়াতটি সম্পর্কে সংবাদ দিলেন, তখন উরওয়া (রাহঃ) সে সম্পর্কে ইতিপূর্বে অবগত ছিলেন না, না আয়েশা ( রা ) থেকে, না অন্যদের থেকে।
باب مس الفرج هل يجب فيه الوضوء أم لا؟
فَإِنِ احْتَجَّ فِي ذَلِكَ

443 - بِمَا حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ , قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ أَبِي حَبِيبَةَ الْأَشْهَلِيُّ , عَنْ عَمْرِو بْنِ شُرَيْحٍ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ عُرْوَةَ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَلِكَ.

444 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا الْفَرْوِيُّ إِسْحَاقُ بْنُ مُحَمَّدٍ قَالَ: ثنا إِبْرَاهِيمُ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ. قِيلَ لَهُمْ: أَنْتُمْ لَا تُسْرِعُونَ خَصْمَكُمْ أَنْ يَحْتَجَّ عَلَيْكُمْ بِمِثْلِ عُمَرَ بْنِ شُرَيْحٍ , فَكَيْفَ تَحْتَجُّونَ بِهِ أَنْتُمْ عَلَيْهِ؟ . ثُمَّ ذَلِكَ أَيْضًا، فِي نَفْسِهِ، مُنْكَرٌ لِأَنَّ عُرْوَةَ , لَمَّا أَخْبَرَهُ مَرْوَانُ عَنْ بُسْرَةَ بِمَا أَخْبَرَهُ بِهِ مِنْ ذَلِكَ , لَمْ يَكُنْ عَرَفَهُ قَبْلَ ذَلِكَ , لَا عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , وَلَا عَنْ غَيْرِهَا.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৪৪৩ | মুসলিম বাংলা