আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৮৬২
২৫৩৯. আল্লাহর বাণীঃ فاسجدوا لله واعبدوا "অতএব, আল্লাহকে সিজদা কর এবং তার ইবাদত কর" (৫৩ঃ ৬২)
৪৫০২। আবু মা’মার (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) সূরা নাজমের মধ্যে সিজদা করলেন এবং তাঁর সঙ্গে মুসলমান, মুশরিক, জ্বীন ও মানব সকলেই সিজদা করল।
আইয়ুব (রাহঃ) এর সূত্রে ইবনে তাহমান (রাহঃ) উপরোক্ত বর্ণনার অনুসরণ করেছেন; তবে ইবনে উলাইয়া (রাহঃ) আইয়ুব (রাহঃ) এর সূত্রে ইবনে আব্বাস (রাযিঃ)-এর কথা উল্লেখ করেননি।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন