শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৪২০
আগুনে পাকানো খাদ্যে ওযু ওয়াজীব হয় কিনা ?
৪২০। ইব্ন খুযায়মা (রাহঃ).... আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি একবার রুটি এবং গোশ্ত আহার করেন.। তারপর সালাত আদায় করলেন; কিন্তু উযূ করলেন না। আর বললেনঃ সেই বস্তু থেকে উযূ (আবশ্যিক) যা বের হয়, যা প্রবেশ করে তার দ্বারা উযূ (আবশ্যিক) হয় না।
ইমাম আবু জাফর তাহাবী (রাহঃ) বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) এর এই সমস্ত মর্যাদাশীল সাহাবীগণ আগুনে পাকানো খাদ্য আহারে উযূ করা আবশ্যিক মনে করেতন না।
পক্ষান্তরে সাহাবীগণের অপর একদল থেকেও এরূপ রিওয়ায়াত বর্ণিত আছে, যারা রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে রিওয়ায়াত করেছেন যে, তিনি আগুনে পাকানো বস্তু-আহারের পর উযূর নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে কিছু হাদীস নিম্নরূপঃ
ইমাম আবু জাফর তাহাবী (রাহঃ) বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) এর এই সমস্ত মর্যাদাশীল সাহাবীগণ আগুনে পাকানো খাদ্য আহারে উযূ করা আবশ্যিক মনে করেতন না।
পক্ষান্তরে সাহাবীগণের অপর একদল থেকেও এরূপ রিওয়ায়াত বর্ণিত আছে, যারা রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে রিওয়ায়াত করেছেন যে, তিনি আগুনে পাকানো বস্তু-আহারের পর উযূর নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে কিছু হাদীস নিম্নরূপঃ
420 - حَدَّثَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَ: ثنا حَمَّادٌ، عَنْ أَبِي غَالِبٍ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّهُ أَكَلَ خُبْزًا وَلَحْمًا , فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ , وَقَالَ: «الْوُضُوءُ مِمَّا يَخْرُجُ , وَلَيْسَ مِمَّا يَدْخُلُ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَهَؤُلَاءِ الْأَجِلَّةُ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , لَا يَرَوْنَ فِي أَكْلِ مَا غَيَّرَتِ النَّارُ وُضُوءًا. وَقَدْ رُوِيَ عَنْ آخَرِينَ مِنْهُمْ مِثْلُ ذَلِكَ , مِمَّنْ قَدْ رُوِيَ عَنْهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنَّهُ أَمَرَ بِالْوُضُوءِ مِمَّا غَيَّرَتِ النَّارُ» فَمِنْ ذَلِكَ
হাদীসের ব্যাখ্যা:
আগুনে পাকানো খাদ্য খেলে অযু নষ্ট হয় না। আর এটাই হানাফী মাযহাবের মত। (আল-মাবসূত লিসসারাখসী: ১/৭৯)
আরো প্রমাণিত হয় যে, আগুনে পাকানো খাদ্য খেলে অযু নষ্ট হওয়া সম্পর্কে যে সকল হাদীস বর্ণিত আছে তা হযরত জাবের রা. কর্তৃক বর্ণিত হাদীস (নাসাঈ: ১৮৫,সুনানে আবু দাউদ: ১৯২) ও ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বকরীর রানের (পাকানো) গোশ্ত খেয়ে সলাত আদায় করলেন কিন্তু উযূ করেননি। (সহীহ : বুখারী ২০৭, মুসলিম ৩৫৪) হাদীস দ্বারা রহিত হয়ে গেছে।
আরো প্রমাণিত হয় যে, আগুনে পাকানো খাদ্য খেলে অযু নষ্ট হওয়া সম্পর্কে যে সকল হাদীস বর্ণিত আছে তা হযরত জাবের রা. কর্তৃক বর্ণিত হাদীস (নাসাঈ: ১৮৫,সুনানে আবু দাউদ: ১৯২) ও ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বকরীর রানের (পাকানো) গোশ্ত খেয়ে সলাত আদায় করলেন কিন্তু উযূ করেননি। (সহীহ : বুখারী ২০৭, মুসলিম ৩৫৪) হাদীস দ্বারা রহিত হয়ে গেছে।


বর্ণনাকারী: