শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৪০৭
আন্তর্জাতিক নং: ৪০৮
আগুনে পাকানো খাদ্যে ওযু ওয়াজীব হয় কিনা ?
৪০৭-৪০৮। ইব্‌ন আবী দাউদ (রাহঃ)..... কাতাদা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি আমাকে বলেছেন, সুলায়মান ইব্‌ন হিশাম (রাহঃ) বলেছেন, এই ব্যক্তি অর্থাৎ ইমাম যুহরী (রাহঃ) আমাদেরকে কোন বস্তু আহারের পর উযূর নির্দেশ না দিয়ে ছাড়েন না। আমি বললাম, আমি তো এ বিষয়ে সাঈদ ইব্‌ন মুসাইয়াব (রাহঃ)-কে জিজ্ঞাসা করেছি, তিনি বলেছেন, যখন তুমি কোন বস্তু আহার কর সেটা পবিত্র, তাতে তোমার জন্য উযূ করা আবশ্যিক নয়। যখন তা বের হয়ে যায় সেটা নাপাক, তাতে তোমার জন্য উযূ করা আবশ্যিক। তিনি বললেন, দেখছি তো তোমরা উভয়ে মতবিরোধ করছ, শহরে কি (সিদ্ধান্ত দেয়ার মত) কেউ বিদ্যমান আছেন? আমি বললাম! হ্যাঁ, আরব উপ-দ্বীপের সর্বাপ্রেক্ষা প্রবীণ মনীষী রয়েছেন। তিনি বললেন, কে তিনি? আমি বললাম, তিনি আতা (রাহঃ)। তিনি তাঁকে ডেকে পাঠালেন, তিনি আসার পর বললেন, তাঁরা এ দু’জন আমার সম্মুখে মতবিরোধ করছে। আপনার এ বিষয়ে অভিমত কি? তিনি বললেন, আমাকে জাবির ইব্‌ন আব্দুল্লাহ্ (রাযিঃ) হাদীস বর্ণনা করেছেন। তারপর তিনি আবু বাকর সিদ্দীক (রাযিঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
407 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو عُمَرَ الْحَوْضِيُّ، قَالَ: ثنا هَمَّامٌ، قَالَ: ثنا قَتَادَةُ، قَالَ: قَالَ لِي سُلَيْمَانُ بْنُ هِشَامٍ: إِنَّ هَذَا لَا يَدَعُنَا - يَعْنِي الزُّهْرِيَّ - أَنْ نَأْكُلَ شَيْئًا إِلَّا أَمَرَنَا أَنْ نَتَوَضَّأَ مِنْهُ. فَقُلْتُ: سَأَلْتُ عَنْهُ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ فَقَالَ: إِذَا أَكَلْتَهُ فَهُوَ طَيِّبٌ , لَيْسَ عَلَيْكَ فِيهِ وُضُوءٌ فَإِذَا خَرَجَ فَهُوَ خَبِيثٌ عَلَيْكَ فِيهِ الْوُضُوءُ. [ص:68] فَقَالَ: مَا أَرَاكُمَا إِلَّا قَدِ اخْتَلَفْتُمَا , فَهَلْ بِالْبَلَدِ مِنْ أَحَدٍ؟ فَقُلْتُ: نَعَمْ , أَقْدَمُ رَجُلٍ فِي جَزِيرَةِ الْعَرَبِ. قَالَ: مَنْ هُوَ؟ قُلْتُ: عَطَاءٌ فَأَرْسَلَ , فَجِيءَ بِهِ فَقَالَ: إِنَّ هَذَيْنِ قَدِ اخْتَلَفَا عَلَيَّ فَمَا تَقُولُ؟

408 - فَقَالَ: حَدَّثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللهِ , ثُمَّ ذَكَرَ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৪০৭ | মুসলিম বাংলা