আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৮৫৯
২৫৩৭. আল্লাহর বাণীঃ أفرأيتم اللات والعزى "তোমরা কি ভেবে দেখেছ ’লাত’ ও উযযা’ সম্বন্ধে (৫৩ঃ ১৯)
৪৪৯৯। মুসলিম (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি আল্লাহর বাণীঃ اللاَّتَ وَالْعُزَّى এর ব্যাখ্যায় বলেন, এখানে ‘লাত’ বলে ঐ ব্যক্তিকে বোঝানো হয়েছে, যে হাজীদের জন্য ছাতু গুলত।
