শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৩৭৮
আগুনে পাকানো খাদ্যে ওযু ওয়াজীব হয় কিনা ?
৩৭৮। আবু বাক্‌রা (রাহঃ) …… আব্দুল্লাহ্ ইব্‌ন শাদ্দাদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার মারওয়ান আবু হুরায়রা (রাযিঃ) কে আগুনে প্রস্তুতকৃত খাদ্য আহারের জন্য উযূ সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি তাকে উযূ করার নির্দেশ প্রদান করেন। তারপর তিনি বললেন, আমরা কি করে অন্য কাউকে জিজ্ঞাসা করব, অথচ আমাদের মাঝে নবী (ﷺ) -এর স্ত্রীগণ (উম্মুল মু’মিনীন) বিদ্যমান রয়েছেন। সুতরাং তাঁরা উম্মু সালামা (রাযিঃ)-এর নিকট কিছু লোক পাঠালেন। তাঁরা তাঁকে (সংশ্লিষ্ট বিষয়ে) জিজ্ঞাসা করেন। তারপর তিনি শু’বা (রাহঃ)-এর হাদীসের অনুরূপ উল্লেখ করেছেন।
378 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا مُؤَمَّلُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: ثنا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ أَبِي عَوْنٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ شَدَّادٍ، يَقُولُ: سَأَلَ مَرْوَانُ أَبَا هُرَيْرَةَ عَنِ الْوُضُوءِ، مِمَّا غَيَّرَتِ النَّارُ , فَأَمَرَهُ بِهِ ثُمَّ قَالَ: كَيْفَ نَسْأَلُ أَحَدًا , وَفِينَا أَزْوَاجُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَأَرْسَلُوا إِلَى أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلُوهَا , ثُمَّ ذَكَرَ مِثْلَ حَدِيثِ شُعْبَةَ

হাদীসের ব্যাখ্যা:

আগুনে পাকানো খাদ্য খেলে অযু নষ্ট হয় না। আর এটাই হানাফী মাযহাবের মত। (আল-মাবসূত লিসসারাখসী: ১/৭৯)
আরো প্রমাণিত হয় যে, আগুনে পাকানো খাদ্য খেলে অযু নষ্ট হওয়া সম্পর্কে যে সকল হাদীস বর্ণিত আছে তা হযরত জাবের রা. কর্তৃক বর্ণিত হাদীস (নাসাঈ: ১৮৫,সুনানে আবু দাউদ: ১৯২) ও ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বকরীর রানের (পাকানো) গোশ্‌ত খেয়ে সলাত আদায় করলেন কিন্তু উযূ করেননি। (সহীহ : বুখারী ২০৭, মুসলিম ৩৫৪) হাদীস দ্বারা রহিত হয়ে গেছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান