শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৩৩১
অনুচ্ছেদঃ যে ব্যক্তি সহবাস করে; কিন্তু বীর্যপাত হয় না
৩৩১। ইউনুস (রাহঃ)..... ইয়াহইয়া ইব্ন সাঈদ (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
ইমাম আবু জাফর তাহাবী (রাহঃ) বলেনঃ এই উবাই (রাযিঃ) এই বিষয়টি বলেছেন, অথচ নবী (ﷺ) থেকে তিনি এর পরিপন্থী হাদীসও বর্ণনা করেছেন। সুতরাং এটা আমাদের মতে জায়িয হবে না যতক্ষণ না তাঁর মতে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে এর রহিতকরণ সাব্যস্ত হবে।
ইমাম আবু জাফর তাহাবী (রাহঃ) বলেনঃ এই উবাই (রাযিঃ) এই বিষয়টি বলেছেন, অথচ নবী (ﷺ) থেকে তিনি এর পরিপন্থী হাদীসও বর্ণনা করেছেন। সুতরাং এটা আমাদের মতে জায়িয হবে না যতক্ষণ না তাঁর মতে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে এর রহিতকরণ সাব্যস্ত হবে।
باب الذي يجامع ولا ينزل
331 - حَدَّثَنَا يُونُسُ قَالَ: أنا ابْنُ وَهْبٍ أَنَّ مَالِكًا حَدَّثَهُ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ قَالَ أَبُو جَعْفَرٍ: فَهَذَا أُبَيٌّ قَدْ قَالَ: هَذَا , وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خِلَافُ ذَلِكَ , فَلَا يَجُوزُ هَذَا عِنْدَنَا إِلَّا وَقَدْ ثَبَتَ نَسْخُ ذَلِكَ عِنْدَهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
হাদীসের ব্যাখ্যা:
৩২২ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।
