শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২৭১
‘মনী’র (বীর্যের) বিধান, তা পাক না নাপাক?
২৭১.ইবন আবী দাউদ (রাহঃ)...... আসওয়াদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আয়িশা (রাযিঃ) আমাকে দেখেন, আমি আমার কাপড় থেকে বীর্য ধৌত করছি। তিনি বললেন, আমি নিজে দেখছি যে, রাসূলুল্লাহ (স)-এর কাপড়ে-এর দাগ লেগেছে, তখন তিনি এরুপ করা অর্থাৎ ঘর্ষণ করা ব্যতীত অতিরিক্ত কিছু করতেন না।
باب حكم المني هل هو طاهر أم نجس؟
271 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنُ أَسْمَاءَ، قَالَ: ثنا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، قَالَ: ثنا وَاصِلٌ الْأَحْدَبُ، عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ، عَنِ الْأَسْوَدِ، قَالَ: لَقَدْ رَأَتْنِي عَائِشَةُ , وَأَنَا أَغْسِلُ، جَنَابَةً مِنْ ثَوْبِي فَقَالَتْ: «لَقَدْ رَأَيْتُنِي وَإِنَّهُ لَيُصِيبُ ثَوْبَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا يَزِيدُ عَلَى أَنْ يَفْعَلَ بِهِ هَكَذَا» تَعْنِي يَفْرُكُهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৭১ | মুসলিম বাংলা