শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৫৫
কারো পুরুষাঙ্গ থেকে ‘মজী’ (শ্রিঙ্গারকালে নির্গত তরল পদার্থ) বের হলে কি করবে?
২৫৫.আবু বাকরা (রাহঃ)....... আইশ ইবন আনাস (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আলী (রাযিঃ)-কে মিম্বরের উপর বলতে শুনেছি, তিনি বলেছেনঃ আমি একজন প্রচুর মজী নির্গমনকারী পুরুষ ছিলাম। আমি এই বিষয়ে নবী (স)-কে জিজ্ঞেস করতে ইচ্ছা পোষণ করেছিলাম। এতে আমি লজ্জাবোধ করেছিলাম। যেহেতু তাঁর কন্যা আমার স্ত্রীরুপে আমার নিকট রয়েছেন। তারপর আমি আম্মার (রাযিঃ)-কে নিরদেশ দিলাম, তিনি যেন তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসা করেন। উত্তরে তিনি (স) বলেছেনঃ এতে উজূ করলেই যথেষ্ট হবে।
ইমাম আবু জাফ’র তাহাবী (রাহঃ) বলেনঃ আপনি ক দেখতে পাচ্ছেন না, যখন আলী (রাযিঃ) নবী (স) থেকে সেই বিষয়ে উল্লেখ করেছেন, যা সেই অবস্থায় উজূ ওয়াজিব হয়। তখন তিনি সালাতের উজূ উল্লেখ করেছেন। এতে প্রমাণিত হল সালাতের উজূ ব্যতীত (পুরুষাঙ্গ ধৌত করার) যে নির্দেশ তিনি দিয়েছেন তা ভিন্ন কারণে ছিল, উজূ ওয়াজিব হওয়ার কারণে নয়। সাহল ইবন হুনাইফ (রাযিঃ) রাসূলুল্লাহ (স) থেকেও উক্ত বিষয়ের সমর্থনে হাদীস রিওয়ায়াত করেছেনঃ
ইমাম আবু জাফ’র তাহাবী (রাহঃ) বলেনঃ আপনি ক দেখতে পাচ্ছেন না, যখন আলী (রাযিঃ) নবী (স) থেকে সেই বিষয়ে উল্লেখ করেছেন, যা সেই অবস্থায় উজূ ওয়াজিব হয়। তখন তিনি সালাতের উজূ উল্লেখ করেছেন। এতে প্রমাণিত হল সালাতের উজূ ব্যতীত (পুরুষাঙ্গ ধৌত করার) যে নির্দেশ তিনি দিয়েছেন তা ভিন্ন কারণে ছিল, উজূ ওয়াজিব হওয়ার কারণে নয়। সাহল ইবন হুনাইফ (রাযিঃ) রাসূলুল্লাহ (স) থেকেও উক্ত বিষয়ের সমর্থনে হাদীস রিওয়ায়াত করেছেনঃ
باب الرجل يخرج من ذكره المذي كيف يفعل
255 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ قَالَ: ثنا سُفْيَانُ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ , عَنْ عَطَاءٍ , عَنْ عَائِشَ بْنِ أَنَسٍ قَالَ: سَمِعْتُ عَلِيًّا عَلَى الْمِنْبَرِ يَقُولُ: " كُنْتُ رَجُلًا مَذَّاءً فَأَرَدْتُ أَنْ أَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَحْيَيْتُ مِنْهُ , لِأَنَّ ابْنَتَهُ كَانَتْ تَحْتِي , فَأَمَرْتُ عَمَّارًا فَسَأَلَهُ فَقَالَ: «يَكْفِي مِنْهُ الْوُضُوءُ» قَالَ أَبُو جَعْفَرٍ: أَفَلَا تَرَى أَنَّ عَلِيًّا لَمَّا ذَكَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَوْجَبَهُ عَلَيْهِ فِي ذَلِكَ , ذَكَرَ وُضُوءَ الصَّلَاةِ. فَثَبَتَ بِذَلِكَ أَنَّ مَا كَانَ سِوَى وُضُوءِ الصِّلَاءِ مِمَّا أَمَرَ بِهِ , فَإِنَّمَا كَانَ ذَلِكَ لِغَيْرِ الْمَعْنَى الَّذِي وَجَبَ لَهُ وُضُوءُ الصَّلَاةِ. وَقَدْ رَوَى سَهْلُ بْنُ حُنَيْفٍ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مَا قَدْ دَلَّ عَلَى هَذَا أَيْضًا
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, মজী নির্গত হলে অযু ভেঙ্গে যায়। যৌন উত্তেজনার সময় শরমগাহ থেকে যে পাতলা পানি বের হয় তাকে মজী বলে। এটাই হানাফী মাযহাবের মত। (আলমগিরী: ১/৯)
