শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৪৮
কারো পুরুষাঙ্গ থেকে ‘মজী’ (শ্রিঙ্গারকালে নির্গত তরল পদার্থ) বের হলে কি করবে?
২৪৮.সালিহ ইবন আব্দুর রহমান (রাহঃ)........ আলী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমার (প্রচুর) মজী বের হত, আমি মিকদাদ (রাযিঃ)-কে নির্দেশ দিলাম তিনি যেন এই বিষয়ে নবী (স)-কে জিজ্ঞাসা করেন। আমি স্বয়ং তাঁকে জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করছিলাম, যেহেতু তাঁর কন্যা (ফাতিমা রা) আমার (স্ত্রীরুপে) রয়েছেন। এরপর তিনি তাঁকে জিজ্ঞাসা করলেন। এতে তিনি বললেন, প্রত্যেক পুরুষের মজী বের হয়ে থাকে। যদি ‘মনী’ (বীর্য) বের হয় তাতে গোসল করতে হবে আর ‘মজী’ বের হলে তাতে উজূ করতে হবে।
باب الرجل يخرج من ذكره المذي كيف يفعل
248 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: أنا هُشَيْمٌ، قَالَ: أنا الْأَعْمَشُ، عَنْ مُنْذِرٍ أَبِي يَعْلَى الثَّوْرِيِّ، عَنْ مُحَمَّدِ ابْنِ الْحَنَفِيَّةِ، قَالَ: سَمِعْتُهُ يُحَدِّثُ، عَنْ أَبِيهِ، قَالَ: " كُنْتُ أَجِدُ مَذْيًا , فَأَمَرْتُ الْمِقْدَادَ أَنْ يَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ , وَاسْتَحْيَيْتُ أَنْ أَسْأَلَهُ لِأَنَّ ابْنَتَهُ عِنْدِي , فَسَأَلَهُ , فَقَالَ: «إِنَّ كُلَّ فَحْلٍ يُمْذِي , فَإِذَا كَانَ الْمَنِيُّ فَفِيهِ الْغُسْلُ , وَإِذَا كَانَ الْمَذْيُ فَفِيهِ الْوُضُوءُ»
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, মজী নির্গত হলে অযু ভেঙ্গে যায়। যৌন উত্তেজনার সময় শরমগাহ থেকে যে পাতলা পানি বের হয় তাকে মজী বলে। এটাই হানাফী মাযহাবের মত। (আলমগিরী: ১/৯)
