শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৪৬
১১. অনুচ্ছেদঃ কারো পুরুষাঙ্গ থেকে ‘মজী’ (শ্রিঙ্গারকালে নির্গত তরল পদার্থ) বের হলে কি করবে?
২৪৬.ইবরাহীম ইবন আবী দাউদ (রাহঃ)....... রাফি ইবন খাদীজা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, আলী (রাযিঃ) আম্মার (রাযিঃ)-কে নির্দেশ দিলেন, তিনি যেন রাসূলুল্লাহ (স)-কে ‘মজী’ সম্পর্কে জিজ্ঞেস করেন। উত্তরে রাসূলুল্লাহ (স) বললেন, পুরুষাঙ্গ ধৌত করবে এবং উজূ করবে।
ইমাম আবু জাফ’র তাহাবী (রাহঃ) বলেনঃ একদল আলীম এ মত গ্রহণ করেন যে, যখন কারো ‘মজী’ বের হয় বা পেশাব করে তখন তার জন্য পুরুষাঙ্গ ধৌত করে ওয়াজিব। তাঁরা এই বিষয়ে উক্ত হাদীদ দ্বারা দলীল পেশ করেছেন।
পক্ষান্তরে অপরাপর আলিমগণ তাঁদের বিরোধিতা করে বলেছেনঃ রাসূলুল্লাহ (স)-এর এই বাণী পুরুষাঙ্গ ধৌত করাকে ওয়াজিব করে না (বরং এর মর্ম হচ্ছে) মজী যাতে থেমে যায়, আর বের না হয়। তাঁরা বলেছেনঃ এই মুসলিমদেরকে কুরবানীর পশু দুধেল হলে তার স্তনে পানি ছিটিয়ে দেয়ার ব্যাপারে যে নির্দেশ দেয়া হয়েছে, তার অনুরুপ। এর উদ্দেশ্য হল যেন তাতে দুধ থেমে যায়, বের না হয়। তাঁদের সংশ্লিষ্ট উক্তির সমর্থনে মুতাওয়াতির রিওয়ায়াতসমূহের কয়েকটি নিম্নরূপঃ
ইমাম আবু জাফ’র তাহাবী (রাহঃ) বলেনঃ একদল আলীম এ মত গ্রহণ করেন যে, যখন কারো ‘মজী’ বের হয় বা পেশাব করে তখন তার জন্য পুরুষাঙ্গ ধৌত করে ওয়াজিব। তাঁরা এই বিষয়ে উক্ত হাদীদ দ্বারা দলীল পেশ করেছেন।
পক্ষান্তরে অপরাপর আলিমগণ তাঁদের বিরোধিতা করে বলেছেনঃ রাসূলুল্লাহ (স)-এর এই বাণী পুরুষাঙ্গ ধৌত করাকে ওয়াজিব করে না (বরং এর মর্ম হচ্ছে) মজী যাতে থেমে যায়, আর বের না হয়। তাঁরা বলেছেনঃ এই মুসলিমদেরকে কুরবানীর পশু দুধেল হলে তার স্তনে পানি ছিটিয়ে দেয়ার ব্যাপারে যে নির্দেশ দেয়া হয়েছে, তার অনুরুপ। এর উদ্দেশ্য হল যেন তাতে দুধ থেমে যায়, বের না হয়। তাঁদের সংশ্লিষ্ট উক্তির সমর্থনে মুতাওয়াতির রিওয়ায়াতসমূহের কয়েকটি নিম্নরূপঃ
بَابُ الرَّجُلِ يَخْرُجُ مِنْ ذَكَرِهِ الْمَذْيُ كَيْفَ يَفْعَلُ
246 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أُمَيَّةُ بْنُ بِسْطَامٍ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: ثنا رَوْحُ بْنُ الْقَاسِمِ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ عَطَاءٍ، عَنْ إِيَاسِ بْنِ خَلِيفَةَ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ،: أَنَّ عَلِيًّا أَمَرَ عَمَّارًا أَنْ يَسْأَلَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمَذْيِ فَقَالَ: «يَغْسِلُ مَذَاكِيرَهُ وَيَتَوَضَّأُ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّ غَسْلَ الْمَذَاكِيرِ وَاجِبٌ عَلَى الرَّجُلِ إِذَا أَمَذَى وَإِذَا بَالَ. وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذَا الْأَثَرِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: لَمْ يَكُنْ ذَلِكَ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى إِيجَابِ غَسْلِ الْمَذَاكِيرِ , وَلَكِنَّهُ لِيَتَقَلَّصَ الْمَذْيُ فَلَا يَخْرُجُ. قَالُوا: وَمِنْ ذَلِكَ مَا أَمَرَ بِهِ الْمُسْلِمُونَ فِي الْهَدْيِ إِذَا كَانَ لَهُ لَبَنٌ أَنْ يُنْضَحَ ضَرْعُهُ بِالْمَاءِ , لِيَتَقَلَّصَ ذَلِكَ فِيهِ , فَلَا يَخْرُجُ. وَقَدْ جَاءَتِ الْآثَارُ مُتَوَاتِرَةً بِمَا يَدُلُّ عَلَى مَا قَالُوا فَمِنْ ذَلِكَ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, মজী নির্গত হলে অযু ভেঙ্গে যায়। যৌন উত্তেজনার সময় শরমগাহ থেকে যে পাতলা পানি বের হয় তাকে মজী বলে। এটাই হানাফী মাযহাবের মত। (আলমগিরী: ১/৯)
