শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২৩০
অনুচ্ছেদঃ প্রত্যেক সালাতের জন্য অজু করা ফরয কিনা
২৩০. ইবন মারজূক (রাহঃ) …… ইবন উমার (রাযিঃ)-এর বারাতে নবী (সল্লাল্লাহু আ’লাইহু ওয়াসাল্লাম) থেকে অনুরুপ রিওয়ায়াত করেছেন।
ইবন আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেনঃ এই হাদীসটি গরীব পর্যায়ের। এটা আমি শুধু ইবন মারজূক (রাহঃ) থেকে উধ্রিত করেছি।
باب الوضوء هل يجب لكل صلاة أم لا؟
230 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ خَلَفٍ الطُّفَاوِيُّ، قَالَ: ثنا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ عُبَيْدِ اللهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ قَالَ أَبُو جَعْفَرٍ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ , مَا كَتَبْنَاهُ إِلَّا عَنِ ابْنِ مَرْزُوقٍ
tahqiqতাহকীক:তাহকীক চলমান