শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২১৭
আন্তর্জাতিক নং: ২১৮
পবিত্রতা অর্জনের অধ্যায়
অনুচ্ছেদঃ নামাযের উযূতে পা ধােয়া ফরয হওয়া প্রসঙ্গে
২১৭.ইবন মারজূক (রাহঃ) …… মুজাহিদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তার নিকট পা মাসেহ সম্পর্কে উল্লেখ করা হলে তিনি বললেনঃ ইবন উমার (রাযিঃ) উত্তমরুপে পা ধৌত করতেন এবং আমি তার উপর পানি ঢালতাম।
২১৮.ইবন মারজূক (রাহঃ) …… মুজাহিদ (রাহঃ) ইবন উমার (রাযিঃ) থেকে অনুরুপ তিলাওাত করেছেন।
২১৮.ইবন মারজূক (রাহঃ) …… মুজাহিদ (রাহঃ) ইবন উমার (রাযিঃ) থেকে অনুরুপ তিলাওাত করেছেন।
كتاب الطهارة
217 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا يَعْقُوبُ، قَالَ: ثنا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ مُجَاهِدٍ، أَنَّهُ ذُكِرَ لَهُ الْمَسْحُ عَلَى الْقَدَمَيْنِ، فَقَالَ: «كَانَ ابْنُ عُمَرَ يَغْسِلُ رِجْلَيْهِ غَسْلًا وَأَنَا أَسْكُبُ عَلَيْهِ الْمَاءَ سَكْبًا» .
218 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا عَبْدُ الصَّمَدِ قَالَ: ثنا شُعْبَةُ عَنْ أَبِي بِشْرٍ , عَنْ مُجَاهِدٍ , عَنِ ابْنِ عُمَرَ مِثْلَهُ
218 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا عَبْدُ الصَّمَدِ قَالَ: ثنا شُعْبَةُ عَنْ أَبِي بِشْرٍ , عَنْ مُجَاهِدٍ , عَنِ ابْنِ عُمَرَ مِثْلَهُ