শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২১৫
অনুচ্ছেদঃ নামাযের উযূতে পা ধােয়া ফরয হওয়া প্রসঙ্গে
২১৫.মুহাম্মাদ ইবন খুজায়মা (রাহঃ) …… আবু হামযা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি ইবন আব্বাস (রাযিঃ)-কে দেখেছি, তিনি পা তিনবার করে ধৌত করেছেন।
215 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا أَبُو رَبِيعَةَ، قَالَ: ثنا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي حَمْزَةَ، قَالَ: «رَأَيْتُ ابْنَ عَبَّاسٍ يَغْسِلُ رِجْلَيْهِ ثَلَاثًا ثَلَاثًا»
