শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৮৮
আন্তর্জাতিক নং: ১৯১
অনুচ্ছেদঃ নামাযের উযূতে পা ধােয়া ফরয হওয়া প্রসঙ্গে
১৮৮.আবু বাকরা (রাহঃ) ……… মিহরীর আযাদকৃত গোলাম সালিম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আয়েশা (রাযিঃ) কর্তৃক আব্দুর রহমান (রাযিঃ)-কে এই বলে সজোরে নির্দেশ দিতে শুনেছিঃ পূর্ণরূপে উযূ কর। যেহেতু আমি রাসূলুল্লাহ্ ﷺ বলতে শুনেছি, “গোড়ালির (যা ভিজেনি) জন্য রয়েছে জাহান্নামের শাস্তি।”
১৮৯.আবু বাকরা (রাহঃ) ……… আবু সালামা থেকে বর্ণনা করেন যে, তিনি আয়েশা (রাযিঃ)-কে বলতে শুনেছেনঃ “হে আব্দুর রহমান!” তারপর অনুরূপ উল্লেখ করেছেন।
১৯০. আবু বাকরা (রাহঃ) ……….সালিম দাওসী আয়েশা (রাযিঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
১৯১. রবীউল জীযী (রাহঃ) ……… শাদ্দাদ ইব্নুল হাদ-এর আযাদকৃত গােলাম আবু আব্দুল্লাহ্ থেকে বর্ণিত আছে যে, তিনি একবার নবী ﷺ -এর সহধর্মিণী আয়েশা (রাযিঃ)-এর নিকট যান। তখন তাঁর নিকট আব্দুর রহমান ইব্ন আবু বকর (রাযিঃ) উপস্থিত ছিলেন। তারপর তিনি (পূর্বোক্ত হাদীসের) অনুরূপ উল্লেখ করেছেন।
188 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا عَمْرُو بْنُ يُونُسَ، قَالَ: ثنا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: ثنا أَبُو سَلَمَةَ، قَالَ: ثنا سَالِمٌ مَوْلَى الْمَهْرِيِّ قَالَ: سَمِعْتُ عَائِشَةَ تُنَادِي عَبْدَ الرَّحْمَنِ: أَسْبِغِ الْوُضُوءَ , فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «وَيْلٌ لِلْأَعْقَابِ مِنَ النَّارِ» .

189 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو عَاصِمٍ، قَالَ: ثنا ابْنُ عَجْلَانَ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّهُ سَمِعَ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا تَقُولُ: «يَا عَبْدَ الرَّحْمَنِ» . فَذَكَرَ مِثْلَهُ.

190 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا حَرْبُ بْنُ شَدَّادٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ سَالِمٍ الدَّوْسِيِّ، عَنْ عَائِشَةَ، مِثْلَهُ.

191 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ، قَالَ: ثنا أَبُو زُرْعَةَ، قَالَ: أنا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، قَالَ: أنا أَبُو الْأَسْوَدِ، أَنَّ أَبَا عَبْدَ اللهِ مَوْلَى شَدَّادِ بْنِ الْهَادِ حَدَّثَهُ أَنَّهُ دَخَلَ عَلَى عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدَهَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ. ثُمَّ ذَكَرَ مِثْلَهُ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)