শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৭১
অনুচ্ছেদঃ নামাযের উযূতে পা ধােয়া ফরয হওয়া প্রসঙ্গে
১৭১. ইব্‌ন আবী আকীল (রাহঃ)....... মুসতাওরিদ ইব্‌ন শাদ্দাদ কারশী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্ ﷺ-কে দেখেছি, তিনি কনিষ্ঠাঙ্গুলী দ্বারা পায়ের আঙ্গুলির মাঝে ঘষছিলেন। আর এটা তাে শুধুমাত্র ধৌত করার ব্যাপারে হয়ে থাকে। যেহেতু মাসেহ সেখান পর্যন্ত পৌছে না। মাসেহ তাে বিশেষ করে পায়ের পিঠে (উপরের অংশে) হয়ে থাকে।
باب فرض الرجلين في وضوء الصلاة
171 - حَدَّثَنَا ابْنُ أَبِي عَقِيلٍ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ لَهِيعَةَ، عَنْ يَزِيدَ بْنِ عَمْرٍو الْمَعَافِرِيِّ، قَالَ: سَمِعْتُ أَبَا عَبْدِ الرَّحْمَنِ عَبْدَ اللهِ بْنَ يَزِيدَ يَقُولُ: سَمِعْتُ الْمُسْتَوْرِدَ بْنَ شَدَّادٍ الْقُرَشِيَّ يَقُولُ: «رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُدَلِّكُ بِخِنْصَرِهِ مَا بَيْنَ أَصَابِعِ رِجْلَيْهِ» . وَهَذَا لَا يَكُونُ إِلَّا فِي الْغُسْلِ , لِأَنَّ الْمَسْحَ لَا يَبْلُغُ فِيهِ ذَلِكَ , إِنَّمَا هُوَ عَلَى ظُهُورِ الْقَدَمَيْنِ خَاصَّةً

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস এবং অনুরূপ অন্যান্য হাদীস থেকে প্রমাণিত হয় যে, রসূল স. হাত ও পায়ের আঙ্গুল খিলাল করতেন। আর তার পদ্ধতি হলো- বাম হাতের কনিষ্ঠা আঙ্গুলি দ্বারা ডান পায়ের কনিষ্ঠা আঙ্গুলি থেকে শুরু করে বাম পায়ের কনিষ্ঠা আঙ্গুলি পর্যন্ত প্রত্যেকটি আঙ্গুলের ফাঁকে রগড়াবে যেন কোথাও শুষ্ক থাকতে না পারে। আঙ্গুল খিলালের আরো একটি পদ্ধতি হলো- ডান হাতের সব আঙ্গুল একযোগে বাম হাতের সব আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে নাড়াচাড়া দিবে যেন শুষ্ক না থাকে । (শামী: ১/১১৭, মাআরিফুস্ সুনান-১/১৮৪)
tahqiqতাহকীক:তাহকীক চলমান