শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৪৪
আন্তর্জাতিক নং: ১৪৭
উযূতে কানের বিধান
১৪৪.রবী আল-মুয়াযযিন (রাহঃ) রুবায়্যি বিনত মু'আববিয ইব্ন আফরা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ ﷺ তার নিকট উযূ করেছেন। তিনি চুল উঠার স্থান (সম্মুখভাগ) থেকে মাথা মাসেহ্ করেছেন এবং কানপট্টিসহ তাঁর দুই কানের সম্মুখ ভাগ এবং পশ্চাৎভাগ মাসেহ্ করেছেন।
১৪৫. ইবরাহীম ইব্ন মুনকিয আল উস্ফুরী (রাহঃ) ……… ইব্ন আজলান (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
১৪৬. আবুল আওয়াম মুহাম্মাদ ইব্ন আব্দিল্লাহ্ (রাহঃ)......... ইব্ন আজলান (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
১৪৭. আহমদ ইব্ন দাউদ (রাহঃ).........মুহাম্মাদ ইব্ন আজলান (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
১৪৫. ইবরাহীম ইব্ন মুনকিয আল উস্ফুরী (রাহঃ) ……… ইব্ন আজলান (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
১৪৬. আবুল আওয়াম মুহাম্মাদ ইব্ন আব্দিল্লাহ্ (রাহঃ)......... ইব্ন আজলান (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
১৪৭. আহমদ ইব্ন দাউদ (রাহঃ).........মুহাম্মাদ ইব্ন আজলান (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
باب حكم الأذنين في وضوء الصلاة
144 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ عَجْلَانَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنِ الرُّبَيِّعِ ابْنَةِ مُعَوِّذِ ابْنِ عَفْرَاءَ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ عِنْدَهَا فَمَسَحَ رَأْسَهُ عَلَى مَجَارِي الشَّعْرِ وَمَسَحَ صُدْغَيْهِ وَأُذُنَيْهِ ظَاهِرَهُمَا وَبَاطِنَهُمَا» .
145 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُنْقِذٍ الْعُصْفُرِيُّ، قَالَ: ثنا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، قَالَ: حَدَّثَنِي ابْنُ عَجْلَانَ، ثُمَّ ذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ.
146 - حَدَّثَنَا أَبُو الْعَوَّامِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الْمُرَادِيُّ قَالَ: ثنا عَمِّي أَبُو الْأَسْوَدِ، قَالَ: حَدَّثَنِي بَكْرُ بْنُ مُضَرَ، عَنِ ابْنِ عَجْلَانَ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ.
147 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ، قَالَ: ثنا هَمَّامٌ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ عَجْلَانَ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
145 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُنْقِذٍ الْعُصْفُرِيُّ، قَالَ: ثنا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، قَالَ: حَدَّثَنِي ابْنُ عَجْلَانَ، ثُمَّ ذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ.
146 - حَدَّثَنَا أَبُو الْعَوَّامِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الْمُرَادِيُّ قَالَ: ثنا عَمِّي أَبُو الْأَسْوَدِ، قَالَ: حَدَّثَنِي بَكْرُ بْنُ مُضَرَ، عَنِ ابْنِ عَجْلَانَ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ.
147 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ، قَالَ: ثنا هَمَّامٌ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ عَجْلَانَ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
হাদীসের ব্যাখ্যা:
হাদীস থেকে প্রমাণিত হয় যে, কানের ভেতরের অংশ শাহাদাৎ আঙ্গুলি দ্বারা এবং বাইরের অংশ বৃদ্ধাঙ্গুলি দ্বারা মাসেহ করলেন। আর এটাই হানাফী মাযহাবের মত। (হাশিয়াতুত তাহতাবী: ৭৪) এ হাদীসে কান মাসেহ করার কোন সংখ্যা বর্ণিত না হওয়ায় বুঝা যায় যে, কান একবার মসেহ করতে হয়। এ বিষয়টি আরো স্পষ্টভাবে একটি হাসান-সহীহ সনদে বর্ণিত হয়েছে যে, রসূলুলস্নাহ স. উভয় কানের ভেতরে-বাইরে একবার মাসেহ করেছেন। (তিরমিযী: ৩৪)
