শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৪২
পবিত্রতা অর্জনের অধ্যায়
উযূতে কানের বিধান
১৪২.আহমদ ইব্ন দাউদ (রাহঃ) বর্ণনা করেন……… আমর ইব্ন শুআইব (রাযিঃ) তার পিতা-পিতামহ (রাযিঃ) সূত্রে বর্ণিত আছে যে, জনৈক ব্যক্তি নবী ﷺ -এর খিদমতে এসে বলল, উযূর পদ্ধতি কিরূপ ? রাসূলুল্লাহ্ ﷺ পানি চেয়ে এনে উযূ করলেন। তিনি শাহাদাত আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে বুড়াে আঙ্গুল দিয়ে কানের সম্মুখ অংশ এবং শাহাদাত আঙ্গুল দিয়ে কানের পিছনের ভাগ মাসেহ করলেন।
كتاب الطهارة
باب حكم الأذنين في وضوء الصلاة
142 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ قَالَ: ثنا مُسَدَّدٌ قَالَ: ثنا أَبُو عَوَانَةَ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ أَنَّ رَجُلًا أَتَى نَبِيَّ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «كَيْفَ الطَّهُورُ؟ فَدَعَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَاءٍ فَتَوَضَّأَ، فَأَدْخَلَ أُصْبُعَيْهِ السَّبَّابَتَيْنِ أُذُنَيْهِ فَمَسَحَ بِإِبْهَامَيْهِ ظَاهِرَ أُذُنَيْهِ وَبِالسَّبَّابَتَيْنِ بَاطِنَ أُذُنَيْهِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৪২ | মুসলিম বাংলা