শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১২২
নামাযের জন্য ওযুতে প্রতি অঙ্গ একবার একবার এবং তিন তিন বার ধৌত করা।
১২২.ইব্ন আবী দাউদ (রাহঃ)....... আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী ﷺ প্রতিটি অঙ্গ তিনবার করে ধুয়ে উযূ করেছেন।
বস্তুত এই সমস্ত হাদীস দ্বারা সাব্যস্ত হয় যে, রাসূলুল্লাহ্ ﷺ এ অঙ্গগুলােকে তিনবার করে ধুয়ে উযূ করেছেন। তাঁর থেকে এটিও বর্ণিত আছে যে, তিনি প্রতিটি অঙ্গ একবার করে ধুয়ে উযূ করেছেন।
باب الوضوء للصلاة مرة مرة وثلاثا ثلاثا
122 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ سُبَيْعٍ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «تَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا» . فَفِي هَذِهِ الْآثَارِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا , وَقَدْ رُوِيَ عَنْهُ أَنَّهُ تَوَضَّأَ مَرَّةً مَرَّةً
tahqiqতাহকীক:তাহকীক চলমান