আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৮৩৫
আল্লাহর বাণীঃ إنا فتحنا لك فتحا مبينا "নিশ্চয়ই আমি তোমাদের দিয়েছি সুস্পষ্ট বিজয়।"
৪৪৭৬। মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) মক্কা বিজয়ের দিন সূরা ফাতহ্ সুমধুর কণ্ঠে পাঠ করেন। মুআবিয়া (রাযিঃ) বলেন, আমি ইচ্ছা করলে নবী (ﷺ) এর কিরাআত তোমাদের নকল করে শোনাতে পারি।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন