শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৬৭
কুকুরের উচ্ছিষ্টের হুকুম
৬৭.আলী ইবন মা'বাদ (রাহঃ) ............. আব্দুল ওয়াহব ইবন আতা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ একবার সাঈদ (রাহঃ)-কে কোন পাত্রে কুকুরের মুখ দেয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হয়।তিনি আমাদেরকে কাতাদা (রাহঃ) ....... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরুপ বর্ণনা করেছেন। তবে তিনি বলেছেন : প্রথমবার অথবা (সাঈদের) সন্দেহ যে, তিনি বলেছেন, সপ্তম বার তা মাটি দ্বারা ঘষে ধৌত করতে হবে।
বিশ্লেষণ
একদল আলিম এই হাদীসের মর্ম গ্রহণ করে এমত পোষণ করেছেন। তারা বলেছেন : কোন পাত্রে কুকুর মুখ দিলে তা পবিত্র হবে না। যতক্ষণ না তা সাতবার ধৌত করা হবে। প্রথমবার তা মাটি দ্বারা ঘষে ধৌত করতে হবে। যেমনটি নবী (ﷺ) বলেছেন।
পক্ষান্তরের এই বিষয়ে অপরাপর আলিমগণ তাঁদের বিরোধিতা করে বলেছেন : এতেও পাত্র সেইভাবে ধৌত করা হবে যেভাবে অপরাপর নাজাসাত থেকে ধৌত করা হয়ে থাকে। সংশ্লিষ্ট বিষয়ে তাঁরা নবী থেকে বর্ণিত নিম্নোক্ত রিওয়ায়তসমূহ দ্বারা প্রমাণ পেশ করেনঃ
বিশ্লেষণ
একদল আলিম এই হাদীসের মর্ম গ্রহণ করে এমত পোষণ করেছেন। তারা বলেছেন : কোন পাত্রে কুকুর মুখ দিলে তা পবিত্র হবে না। যতক্ষণ না তা সাতবার ধৌত করা হবে। প্রথমবার তা মাটি দ্বারা ঘষে ধৌত করতে হবে। যেমনটি নবী (ﷺ) বলেছেন।
পক্ষান্তরের এই বিষয়ে অপরাপর আলিমগণ তাঁদের বিরোধিতা করে বলেছেন : এতেও পাত্র সেইভাবে ধৌত করা হবে যেভাবে অপরাপর নাজাসাত থেকে ধৌত করা হয়ে থাকে। সংশ্লিষ্ট বিষয়ে তাঁরা নবী থেকে বর্ণিত নিম্নোক্ত রিওয়ায়তসমূহ দ্বারা প্রমাণ পেশ করেনঃ
باب سؤر الكلب
67 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ، قَالَ: سُئِلَ سَعِيدٌ عَنِ الْكَلْبِ يَلِغُ فِي الْإِنَاءِ , فَأَخْبَرَنَا عَنْ قَتَادَةَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ، غَيْرَ أَنَّهُ قَالَ: «أُولَاهَا، أَوِ السَّابِعَةُ بِالتُّرَابِ» شَكَّ سَعِيدٌ فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذَا الْأَثَرِ , فَقَالُوا: لَا يَطْهُرُ الْإِنَاءُ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ حَتَّى يُغْسَلَ سَبْعَ مَرَّاتٍ أُولَاهُنَّ بِالتُّرَابِ كَمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَقَالُوا: يُغْسَلُ الْإِنَاءُ مِنْ ذَلِكَ , كَمَا يُغْسَلُ مِنْ سَائِرِ النَّجَاسَاتِ , وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِمَا قَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
