শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৬৫
কুকুরের উচ্ছিষ্টের হুকুম
৬৫.ইব্ন আবী দাউদ (রাহঃ).......আবু হুরায়রা (রাযিঃ)-এর বরাতে নবী থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে এতে “প্রথমবার তাতে মাটি ঘষে ধৌত করতে হবে” বাক্যটি অতিরিক্ত রয়েছে।
باب سؤر الكلب
65 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا الْمُقَدَّمِيُّ، قَالَ: ثنا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ , وَزَادَ: «أُولَاهُنَّ بِالتُّرَابِ» .
