শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৪৬
পবিত্রতা অর্জনের অধ্যায়
বিড়ালের উচ্ছিষ্টের হুকুম
৪৬.মুহাম্মাদ ইবনুল হাজ্জাজ (রাহঃ)...... বর্ণনা করেন, কা'ব ইব্ন আব্দুর রহমান (রাহঃ) তাঁর দাদা আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি তাঁকে (দাদা) দেখেছি,তিনি উযূ করছিলেন। এমন সময় একটি বিড়াল এল। তিনি বিড়ালের জন্য পাত্র কাত করে ধরলেন, আর সেটি তা থেকে তৃপ্ত হয়ে পানি পান করল। আমি বললাম, আব্বাজান, এমনটি কেন করছেন ? তিনি বললেন, নবী(ﷺ)ও এমনটি করতেন।অথবা তিনি বলেছেন, এটি তোমাদের আশেপাশে ঘোরাফেরা করে।
كتاب الطهارة
باب سؤر الهر
46 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَجَّاجِ، قَالَ: ثنا أَسَدُ بْنُ مُوسَى، قَالَ: ثنا قَيْسُ بْنُ الرَّبِيعِ، عَنْ كَعْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَدِّهِ أَبِي قَتَادَةَ قَالَ: رَأَيْتُهُ يَتَوَضَّأُ، فَجَاءَ الْهِرُّ فَأَصْغَى لَهُ حَتَّى شَرِبَ مِنَ الْإِنَاءِ، فَقُلْتُ: يَا أَبَتَاهُ , لِمَ تَفْعَلُ هَذَا؟ فَقَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ. أَوْ قَالَ: «هِيَ مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ»