শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৪১
পবিত্রতা অর্জনের অধ্যায়
পানিতে নাপাকী পড়লে কী করণীয়ঃ
৪১. সালিহ্ (রাহঃ)...... ইবরাহীম (রাহঃ) থেকে সেই কুয়ো সম্পর্কে বর্ণনা করেন, যাতে বড় ইঁদুর অথবা বিড়াল পড়ে গিয়ে মারা যায়। তিনি বললেন, এর থেকে চল্লিশ বালতি পানি তুলে ফেলতে হবে। মুগীরা (রাযিঃ) বললেন, যতক্ষণ না পানির রং পরিবর্তিত হয়ে যায়।
كتاب الطهارة
باب الماء يقع فيه النجاسة
41 - وَمَا قَدْ حَدَّثَنَا صَالِحٌ قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ قَالَ: ثنا هُشَيْمٌ قَالَ: أنا مُغِيرَةُ، عَنْ إِبْرَاهِيمَ فِي الْبِئْرِ يَقَعُ فِيهِ الْجُرَذُ أَوِ السِّنَّوْرُ فَيَمُوتُ، قَالَ: يَدْلُو مِنْهَا أَرْبَعِينَ دَلْوًا ". قَالَ الْمُغِيرَةُ: حَتَّى يَتَغَيَّرَ الْمَاءُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান