শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৫
পানিতে নাপাকী পড়লে কী করণীয়ঃ
২৫. হুসাইন ইব্ন নসর (রাহঃ)...... বর্ণনা করেন যে, উবায়দুল্লাহ্ (রাহঃ) তাঁর পিতা আব্দুল্লাহ্ ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, একবার নবী -কে মাঠের সেই সমস্ত ক্ষুদ্র জলাশয়গুলোর (পানি) সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, যা থেকে হিংস্রপ্রাণী পানি পান করে থাকে। জওয়াবে তিনি বলেছিলেন ঃ যখন পানি দুই কুল্লা পরিমাণ পৌঁছে যাবে তখন আর তা নাপাকি বহন করে না।
باب الماء يقع فيه النجاسة
25 - وَكَمَا حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ نَصْرٍ، سَمِعْتُ يَزِيدَ بْنَ هَارُونَ قَالَ: أنا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ سُئِلَ عَنِ الْحِيَاضِ الَّتِي بِالْبَادِيَةِ تُصِيبُ مِنْهَا السِّبَاعُ، فَقَالَ: «إِذَا بَلَغَ الْمَاءُ قُلَّتَيْنِ لَمْ يَحْمِلْ خَبَثًا» .
