শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৯
পানিতে নাপাকী পড়লে কী করণীয়ঃ
১৯. হুসাইন ইন নসর ইবন মা'আরিক বাগদাদী (রাহঃ) ও ফাহাদ (রাহঃ)...... আবুয্ যিনাদ (রাহঃ) থেকে অনরূপ বিওয়াত করেছেন।
باب الماء يقع فيه النجاسة
19 - وَكَمَا حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرِ بْنِ المقراك الْبَغْدَادِيُّ قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ يُوسُفَ الْفِرْيَابِيُّ قَالَ: ثنا سُفْيَانُ رَحِمَهُ اللهُ , وَحَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ قَالَ: ثنا سُفْيَانُ عَنْ أَبِي الزِّنَادِ. فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
হাদীসের ব্যাখ্যা:
১৪ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।
