আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৮১৭
২৫১১ আল্লাহর বাণীঃ তা তোমাদের ধারণা ... আয়াতের শেষ পর্যন্ত।
৪৪৫৮। হুমায়দী (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কাবা শরীফের কাছে দু’জন কুরাইশী এবং একজন সাকাফী অথবা দু’জন সাকাফী ও একজন কুরাইশী একত্রিত হয়। তাদের পেটের মেদ ছিল বেশী; কিন্তু অন্তরের বুদ্ধি ছিল কম। তাদের একজন বলল, তোমাদের কি ধারণা, আমরা যা বলছি তা কি আল্লাহ শুনছেন? উত্তরে অপর এক ব্যক্তি বলল, আমরা যদি জোরে বলি, তাহলে তিনি শুনতে পান। আর যদি চুপে-চুপে বলি, তাহলে তিনি শুনতে পান না। তৃতীয় ব্যক্তি বলল, আমরা জোরে বললে যদি তিনি শুনতে পান, তাহলে চুপে চুপে বললেও তিনি শুনতে পাবেন। তখন আল্লাহ্ নাযিল করলেন, ‘তোমাদের কান, চোখ এবং তোমাদের চামড়া তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, এ থেকে তোমরা কখনো নিজেদের লুকাতে পারবে না ......(আয়াতের শেষ পর্যন্ত)।
হুমায়দী বলেন, সুফিয়ান এ হাদীস বর্ণনার সময় বলতেন, মনসুর বলেছেন, অথবা ইবনে আবু নাজীহ্ অথবা হুমায়দ তাঁদের একজন বা দু’জন। এরপর তিনি মনসুরের উপরই নির্ভর করেছেন এবং বাকি দুজনের নাম উল্লেখ বর্জন করেন । একাধিকবার সুফিয়ান এ হাদীস এভাবে বর্ণনা করেছেন ।
হুমায়দী বলেন, সুফিয়ান এ হাদীস বর্ণনার সময় বলতেন, মনসুর বলেছেন, অথবা ইবনে আবু নাজীহ্ অথবা হুমায়দ তাঁদের একজন বা দু’জন। এরপর তিনি মনসুরের উপরই নির্ভর করেছেন এবং বাকি দুজনের নাম উল্লেখ বর্জন করেন । একাধিকবার সুফিয়ান এ হাদীস এভাবে বর্ণনা করেছেন ।
