আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৮০৫
আল্লাহর বাণীঃ وإن يونس لمن المرسلين ইউনুস (আ:) ছিলেন রাসুলদের একজন।
৪৪৪৬। ইবরাহীম ইবনে মুনযির (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন, যে বলে, আমি ইউনুস ইবনে মাত্তার চেয়ে শ্রেষ্ঠতর, সে মিথ্যা বলে।
