আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭- নামাযের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৫৬
৩১১। মসজিদের মিম্বরে ক্রয়-বিক্রয়ের আলোচনা
৪৪২। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, বারীরা (রাযিঃ) তাঁর কাছে এসে কিতাবতের দেনা শোধের জন্য সাহায্য চাইলেন। তখন তিনি বললেনঃ তুমি চাইলে আমি (তোমার মূল্য) তোমার মালিককে দিয়ে দিব এ শর্তে যে, উত্তরাধিকারস্বত্ব থাকবে আমার। তাঁর মালিক আয়িশা (রাযিঃ)-কে বললোঃ আপনি চাইলে বাকী মূল্য বারীরাকে দিতে পারেন। রাবী সুফিয়ান (রাহঃ) আর একবার বলেছেনঃ আপনি চাইলে তাকে আযাদ করতে পারেন, তবে উত্তরাধিকারস্বত্ব থাকবে আমাদের। যখন রাসূলুল্লাহ (ﷺ) আসলেন তখন আমি তাঁর কাছে ব্যাপারটি বললাম। তিনি বললেনঃ তুমি তাকে ক্রয় করে আযাদ করে দাও। কারণ উত্তরাধিকারস্বত্ব থাকে তারই, যে আযাদ করে। তারপর রাসূলুল্লাহ (ﷺ) মিম্বরের উপর দাঁড়ালেন। সুফিয়ান (রাহঃ) আর একবার বলেনঃ এরপর রাসূলুল্লাহ (ﷺ) মিম্বরে আরোহণ করে বললেনঃ লোকদের কি হল? তারা এমন সব শর্ত করে যা আল্লাহর কিতাবে নেই। কেউ যদি এমন শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই, তাঁর সে শর্তের কোন মূল্য নেই। এমনকি এরূপ শর্ত একশবার আরোপ করলেও।
মালিক (রাহঃ) .... আমরা (রাহঃ) থেকে রাবী’য়া (রাযিঃ) এর ঘটনা বর্ণনা করেছেন, তবে মিম্বরে আরোহণের কথা উল্লেখ করেন নি।

আলী (রাহঃ) .... আমরা (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। জাফর ইবনে আওন (রাহঃ) ইয়াহয়া (রাহঃ) এর মাধ্যমে আমরা (রাহঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, আমি আয়িশা (রাযিঃ) থেকে শুনেছি।

হাদীসের ব্যাখ্যা:

কিতাবত মানে হলো, দাসত্ব থেকে মুক্তিলাভের উদ্দেশ্যে মনিবের সঙ্গে মুক্তিপণ পরিশোধের চুক্তি।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন