আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭- নামাযের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৫৩
৩০৯। মসজিদে কবিতা পাঠ
৪৪০। আবুল ইয়ামান (রাহঃ) ..... আবু সালামা ইবনে আব্দুর রহমান ইবনে আওফ (রাহঃ) থেকে বর্ণিত, হাসসান ইবনে সাবিত আনসারী (রাযিঃ) আবু হুরায়রা (রাযিঃ)-কে আল্লাহর কসম দিয়ে এ কথার সাক্ষ্য চেয়ে বলেনঃ আপনি কি নবী (ﷺ)-কে একথা বলতে শুনেছেন, হে হাসসান! রাসূলুল্লাহ (ﷺ) এর পক্ষ থেকে (কবিতার মাধ্যমে মুশরিকদের) জওয়াব দাও। হে আল্লাহ! হাসসানকে রূহুল কুদুস (জিবরাঈল আ.) দ্বারা সাহায্য করুন। আবু হুরায়রা (রাযিঃ) জওয়াবে বললেনঃ হ্যাঁ।


বর্ণনাকারী: